সাংবাদিক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গী প্রেসক্লাবে প্রতিবাদ সভা
মাকসুদ আহমাদ রবিন:- সত্য প্রকাশের স্বাধীনতায় আঘাত ও মিথ্যা মামলার প্রতিবাদে দৈনিক নওরোজের সম্পাদক শামসুল হক দুর্বানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গী প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী প্রেসক্লাব ও সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা দমন করতেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করছে। শামসুল হক দুররানীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক বলে তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা কখনোই রুদ্ধ করা যাবে না। অবিলম্বে শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান তারা।
প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবাদ সভায় টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মোঃ মেরাজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সাংবাদিক উন্নয়নের সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমাদ রবিন, সাংবাদিক উন্নয়নের সভাপতি মোঃ অলিদুর রহমান অলি, সাধারণ সম্পাদক শাজাহান শোভন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান সাহা, জাহাঙ্গীর আকন্দ, সুজন সারোয়ার, মোঃ আলাল সরকার, মনিরুল ইসলাম রাজিব, মোঃ ইউনুস আলী, কিবরিয়া, সখিনা আক্তার সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



