বিশেষ বিসিএসের মাধ্যমে আসছে ২ হাজার নতুন চিকিৎসক, নিয়োগ সেপ্টেম্বরে

চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। চিকিৎসা সেবায় ঘাটতি মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
সোমবার (২১ এপ্রিল) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালসমূহকে সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়।
নূরজাহান বেগম বলেন, “দেশে চিকিৎসকের ঘাটতি রয়েছে। তবে বিশেষ বিসিএসের মাধ্যমে সেই ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব হবে। আশা করছি, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।”
অনুষ্ঠানে রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “হাসপাতালগুলোর উন্নয়ন ও ব্যবস্থাপনা গুছিয়ে নেওয়ার কিছুটা সময় লাগবে। আপাতত রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা এই হাসপাতালগুলো থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। তবে ভবিষ্যতে সাধারণ মানুষের জন্যও এই সেবা উন্মুক্ত করে দেওয়া হবে।”
এই যৌথ উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






