সাইবার অপরাধের নতুন ফাঁদ: কল ফরওয়ার্ডিং দিয়ে তথ্য ও অর্থ চুরি!

Mar 9, 2025 - 12:56
 70
সাইবার অপরাধের নতুন ফাঁদ: কল ফরওয়ার্ডিং দিয়ে তথ্য ও অর্থ চুরি!

প্রতিনিয়ত নতুন কৌশলে স্মার্টফোন ব্যবহারকারীদের টার্গেট করছে সাইবার অপরাধীরা। সাম্প্রতিক এক প্রতারণার মাধ্যমে ‘কল ফরওয়ার্ডিং’ সুবিধা কাজে লাগিয়ে তারা ব্যবহারকারীদের ফোন কল অন্য নম্বরে স্থানান্তর করে ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অপরাধীরা দূর থেকে ব্যবহারকারীর কল ফরওয়ার্ডিং সেটিংস পরিবর্তন করে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ওয়ালেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা ভেঙে ফেলছে। যখন পরিচিত কেউ ওই নম্বরে কল করেন, অপরিচিত কণ্ঠ শুনলেও তা নেটওয়ার্ক সমস্যার কারণে মনে করা হয়, ফলে প্রতারণা ধরা পড়ে না।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ফোনের কল ফরওয়ার্ডিং সুবিধা সক্রিয় আছে কিনা, তা নিয়মিত পরীক্ষা করা জরুরি। ডায়াল অপশনে *#২১# চাপলে জানা যাবে কল ফরওয়ার্ডিং চালু আছে কিনা। যদি কোনো অজানা নম্বর দেখা যায়, তবে দ্রুত ##০০২# ডায়াল করে সেটি বন্ধ করতে হবে।

স্মার্টফোন ব্যবহারকারীদের সাইবার অপরাধীদের এই নতুন কৌশল থেকে নিরাপদ থাকতে আরও সতর্ক হতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

জনতার দেশ ডেস্ক জনতার দেশ পত্রিকার সংবাদ বিভাগ, যা দ্রুত ও নির্ভরযোগ্য আপডেট প্রদান করে। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের তথ্য পাঠকদের কাছে পৌঁছে দেওয়া এ বিভাগের মূল লক্ষ্য।