স্কাইপ বন্ধ হয়ে যাচ্ছে মে মাসে

অডিও-ভিডিও কলিং পরিষেবা স্কাইপ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মে মাসে এটির কার্যক্রম গুটিয়ে নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে এর মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
২০০৩ সালে যাত্রা শুরু করা স্কাইপ বিশ্বব্যাপী যোগাযোগের ধরন বদলে দিয়েছিল। ল্যান্ডফোনের তুলনায় কম খরচে অডিও ও ভিডিও কল করার সুবিধা থাকায় এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কাইপ একসময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর একটি হয়ে উঠেছিল। কারণ ব্যবহারকারীরা বিনামূল্যে কম্পিউটারের মাধ্যমে কথা বলতে পারতেন।
মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপ বন্ধ হলেও ব্যবহারকারীরা ‘মাইক্রোসফট টিমস’-এ সাইন ইন করে তাদের অ্যাকাউন্টের সংযোগ অব্যাহত রাখতে পারবেন।