নেবুলাইনে ভারতের স্বপ্নপূরণ, ফাইনালে হার মানলো অস্ট্রেলিয়া

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের বেদনা ভুলতে পারেনি ভারত। তবে এবার ঘরের মাঠে সেই প্রতিশোধ নিলো রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অজিদের ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো টিম ইন্ডিয়া।
স্মিথের ব্যাটে লড়াই, শামির তোপে বিপর্যস্ত অজিরা
দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে তারা। ইনিংসের সূচনা করতে নেমে ব্যর্থ হন তরুণ ওপেনার কপার কনোলি। ৯ বল খেলে শূন্য রানে বিদায় নেন তিনি। তবে অপর ওপেনার ট্রাভিস হেড দলের জন্য কিছুটা স্বস্তি আনেন। ৩৩ বলে ৩৯ রান করে আউট হন তিনি।
স্টিভেন স্মিথ ধীরগতির ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন। ৯৬ বলে ৭৩ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। এক প্রান্ত আগলে রাখা ক্যারি ৫৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন। তবে বাকিরা বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৩টি উইকেট শিকার করেন।
কোহলির দৃঢ়তায় জয় পেল ভারত
২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ৮ রান করে শুবমান গিল আউট হলে ভাঙে ৩০ রানের উদ্বোধনী জুটি। এরপর রোহিত শর্মা ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। ২৯ বলে ২৮ রান করে তিনি সাজঘরে ফেরেন।
এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। আইয়ার ৬২ বলে ৪৫ রান করে আউট হন। মাঝপথে অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়াও থিতু হয়ে ফিরে যান। তবে একপ্রান্তে দৃঢ় ছিলেন কোহলি। ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি।
শেষদিকে লোকেশ রাহুলের ৩৪ বলে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।
এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেলো ভারত। এখন শিরোপার লক্ষ্যে তারা মুখোমুখি হবে প্রতিপক্ষের সঙ্গে, যেখানে অপেক্ষা করছে আরও এক উত্তেজনাপূর্ণ লড়াই।
What's Your Reaction?






