বিইউএইচএস-এ ফল-২৫ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)-এর ফল-২৫ সেশনের ব্যাচেলর প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ ১৮ জুলাই ২০২৫ ইং তারিখ, শুক্রবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজার হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন। স্বাস্থ্যবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বিইউএইচএস-এর ব্যাচেলর প্রোগ্রাম, যার প্রমাণ মিলেছে পরীক্ষার্থীদের বিপুল উপস্থিতির মাধ্যমে।
পরীক্ষা শুরুর আগ থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের আগমন শুরু হয়। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসেন। বিইউএইচএস-এর মিরপুরস্থ প্রধান ক্যাম্পাস পরীক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও উপাচার্যের পরিদর্শন
পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। তার সঙ্গে ছিলেন ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ও খ্যাতনামা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জে. এম. এ হান্নান।
পরিদর্শন শেষে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা গ্রহণে তরুণদের আগ্রহ আশাব্যঞ্জক। তাদের মধ্যেই গড়ে উঠবে আগামী দিনের দক্ষ চিকিৎসক, গবেষক ও জনস্বাস্থ্য নেতৃত্ব।”
তিনি আরও বলেন, “শুধু ডিগ্রি নয়, জ্ঞানচর্চা ও নৈতিকতা—এই দুয়ের সমন্বয়ে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে বিইউএইচএস বদ্ধপরিকর।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জে. এম. এ হান্নান বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ নিরলসভাবে কাজ করেছে। পরীক্ষার্থীদের উপস্থিতি আমাদের নতুন করে উৎসাহ দিয়েছে। এটাই প্রমাণ করে যে, বিইউএইচএস দেশের স্বাস্থ্যশিক্ষা খাতে অন্যতম আস্থার স্থান হয়ে উঠেছে।”
ফল প্রকাশ ও অভিনন্দন
বেলা ৩টা ৩০ মিনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অনলাইনের পাশাপাশি ক্যাম্পাসের নোটিস বোর্ডেও ফল প্রকাশ করা হয়। এ সময় উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকে পরীক্ষা শেষের পরও ক্যাম্পাসে অবস্থান করে ফলের অপেক্ষায় ছিলেন।
উপাচার্য অধ্যাপক ডা. হান্নান উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “এরা আমাদের ভবিষ্যৎ। আমরা চাই তারা বিইউএইচএস-এর গুণগতমানসম্পন্ন শিক্ষা নিয়ে দেশের স্বাস্থ্য খাতে অবদান রাখুক।”
এদিকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনেক অভিভাবক ক্যাম্পাসের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও পরিবেশের প্রশংসা করেন।
বিইউএইচএস-এর অগ্রযাত্রা
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পরিচালনায় পরিচালিত বিইউএইচএস দেশের অন্যতম বেসরকারি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। এর মূল লক্ষ্য হলো স্বাস্থ্যবিজ্ঞান ও জনস্বাস্থ্যের উন্নয়নে মানসম্মত ও নৈতিকতাপূর্ণ শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, গবেষণাভিত্তিক পরিবেশ, এবং আধুনিক ল্যাব সুবিধা দেশের স্বাস্থ্যশিক্ষায় এক অনন্য মানদণ্ড স্থাপন করেছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল, পাবলিক হেলথ, নার্সিং, ফিজিওথেরাপি, বায়োমেডিকেল সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফল-২৫ ব্যাচে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী সপ্তাহ থেকেই শুরু হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হবে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে।
What's Your Reaction?






