মান্নাকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনায় স্ত্রী শেলী মান্না

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা মান্না, যিনি শুধু পর্দার নায়ক ছিলেন না, ছিলেন বাস্তবেরও এক প্রতিবাদী মানুষ। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন এই তারকা। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তবে তার পরিবার বরাবরই দাবি করে আসছে, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসায় অবহেলার কারণে মান্নার মৃত্যু হয়েছে। এ নিয়ে ছয়জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যা এখনও বিচারাধীন।
এই প্রখ্যাত অভিনেতার জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে এবার সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তার স্ত্রী শেলী মান্না। তিনি জানান, চিত্রনাট্যের একটি খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে, তবে মান্নার মৃত্যুসংশ্লিষ্ট মামলার রায়ের জন্য তারা অপেক্ষা করছেন।
শেলী মান্না বলেন, ‘অনেক দিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতিমধ্যে একটা রাফ চিত্রনাট্য তৈরি হয়েছে। কিন্তু আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি। কারণ, তার মৃত্যুর ঘটনায় মামলা চলছে। সেই মামলা নিষ্পত্তি হলে চিত্রনাট্যের চূড়ান্ত কাজ শুরু করব এবং একটি পূর্ণাঙ্গ সিনেমা তৈরি করব।’
প্রতিবছরের মতো এবারও নায়কের মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। শেলী মান্না বলেন, ‘মৃত্যুবার্ষিকী তো বেদনাদায়ক বিষয়, এখানে উৎসবের কিছু নেই। তবে প্রতিবছরের মতো এবারও পারিবারিকভাবে দোয়ার আয়োজন করেছি। এছাড়া সারা দেশে মান্নার ভক্তরা তার জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করে থাকেন।’
মান্নার জীবনকাহিনি নিয়ে সিনেমা নির্মিত হলে তা ঢাকাই চলচ্চিত্রের জন্য এক গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। এখন শুধু অপেক্ষা মান্নার জীবনের শেষ অধ্যায়ের আইনি নিষ্পত্তির।
What's Your Reaction?






