শাকিব খানের সুখবর: আসছে ‘বরবাদ’ সিনেমার টিজার

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার ভক্তদের জন্য নিয়ে এসেছেন দারুণ এক সুখবর। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বরবাদ’-এর টিজার আসছে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টায়। আজ (মঙ্গলবার) ১৬ সেকেন্ডের একটি মোশন ভিডিও প্রকাশ করে নিজেই এ ঘোষণা দিয়েছেন শাকিব।
‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, যেখানে শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটির ফার্স্টলুক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা বিরাজ করছে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে টিজার প্রকাশের মধ্য দিয়ে।
জানা গেছে, ‘বরবাদ’-এর টিজার মুক্তি পাবে এসকে ফিল্মস ও রিয়েল এনার্জির ইউটিউব চ্যানেল এবং শাকিব খানের অফিসিয়াল ফেসবুক প্ল্যাটফর্মে।
‘বরবাদ’ হবে আন্তর্জাতিক মানের সিনেমা
সিনেমাটি নিয়ে শাকিব খান বলেছেন,
"‘বরবাদ’ আমার আগের সব সিনেমাকে ছাপিয়ে যাবে। আমি আগে বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। এখন তা বাস্তবে পরিণত হয়েছে। ‘প্রিয়তমা’ ও ‘তুফান’-এর পর এবার ‘বরবাদ’ নতুন রেকর্ড গড়বে বলে আমার বিশ্বাস।’”
পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, রোমান্স ও অ্যাকশনে ভরপুর এই সিনেমা দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। এতে শাকিব-ইধিকার পাশাপাশি যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ আরও অনেকেই অভিনয় করেছেন। সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।
আসন্ন ঈদুল ফিতরে ‘বরবাদ’ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে।
What's Your Reaction?






