পাকিস্তানের হতাশাজনক বিদায়ে জেলে বসেই ক্ষোভ জানালেন ইমরান খান

বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করে ২৯ বছর পর ঘরের মাঠে বড় মঞ্চ পেয়েছিল পাকিস্তান। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাবর আজমের দল। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও হারতে হয় তাদের। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও এমন লজ্জাজনক বিদায় মেনে নিতে পারছে না দেশটির ক্রিকেটপ্রেমীরা। কঠোর সমালোচনার ঝড় বইছে চারদিকে। ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও।
বর্তমানে দুর্নীতির মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন ইমরান। জেল থেকেই পাকিস্তান দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন তিনি। তার বোন আলিমা খানের ভাষ্য অনুযায়ী, ইমরান মনে করেন পিসিবির ভুল সিদ্ধান্তের কারণেই দেশের ক্রিকেট আজ ধ্বংসের পথে।
আলিমা বলেন, "ইমরান ভাই বলেছেন, যখন বিশেষ ব্যক্তিদের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তা শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংসের দিকে নিয়ে যায়।"
তিনি আরও জানান, জেল থেকে ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছেন ইমরান এবং পাকিস্তানের পারফরম্যান্স দেখে অত্যন্ত দুঃখ পেয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির দক্ষতা নিয়েও।
এদিকে, পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজাও জানিয়েছেন, পাকিস্তান দলের বর্তমান অবস্থা দেখে ইমরান খান অত্যন্ত হতাশ। তিনি বলেন, "ক্রিকেট পাকিস্তানের মানুষের আবেগের অংশ, কিন্তু গত কয়েক বছরে এটিকে তামাশায় পরিণত করা হয়েছে।"
এমন পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে দেশজুড়ে। দেশের ক্রিকেটপাগল জনগণ এখন অপেক্ষায় রয়েছে, দেখার জন্য সামনে কী সিদ্ধান্ত নেয় পিসিবি।
What's Your Reaction?






