টঙ্গীতে বরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল মাওলানা নূরুল হুদা স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

মাকসুদ আহমাদ রবিন: টঙ্গীতে বরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল মাওলানা নূরুল হুদা ও তাঁর সহধর্মিণী নূর খাতুন স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার টঙ্গীর আল-হেলাল স্কুল মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে'র সাবেক সভাপতি এম. আবদুল্লাহ, সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট সানাউল্লাহ, বায়তুল আকরাম জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস শাহেদী, মুজাহিদুল ইসলাম জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সোহায়েল, বসুন্ধরা টেকনিক্যাল কলেজের প্রভাষক মাসুদ আলম, স্কুলের উপদেষ্টা আমিরুল আহসান হেলাল, বিশিষ্ট সমাজ সেবক গোলাম কিবরিয়া, সিনিয়র শিক্ষক মাওলানা আল-আমিন, মোরশেদা পারভীন, আব্দুল হান্নান, মোশারেফ হোসেন, তাহমিনা সুরতানা, ইহসান আরা শুভ, সালমা আক্তার, আবুল কাশেম, মুকুল হোসেন প্রমুখ।