শিবালয়ের জুলহাসের নিজ হাতে তৈরি বিমান, পাশে দাঁড়ালেন তারেক রহমান

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উদ্ভাবক জুলহাস মোল্লা নিজ হাতে তৈরি বিমান আকাশে উড়িয়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তার এই ব্যতিক্রমী সাফল্যে মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পাশে থাকার অঙ্গীকার করেছেন।
বুধবার (৫ মার্চ) দুপুরে শিবালয়ের জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তারা জুলহাসের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
তারেক রহমানের এমন উদ্যোগে উচ্ছ্বসিত জুলহাস বলেন, “তার মতো একজন বড় মাপের নেতা আমার খোঁজ নিয়েছেন, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটি আমার গবেষণা ও উদ্ভাবনী কাজে আরও অনুপ্রেরণা যোগাবে।”
উল্লেখ্য, দীর্ঘ এক বছর পরিশ্রমের পর জুলহাস মোল্লা নিজেই একটি বিমান তৈরি করেন এবং সেটি সফলভাবে আকাশে উড়ান। তার এ অর্জন দেখতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
জুলহাসের এই অনন্য সাফল্যের গল্প সারাদেশে প্রযুক্তি ও উদ্ভাবনী চেতনার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
What's Your Reaction?






