গাজীপুরে বিএনপি নেতা জাকির হোসেন বহিষ্কার
গাজীপুরে বিএনপি নেতা জাকির হোসেন বহিষ্কার

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি নেতা মো. জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওপাড়া এলাকার একটি শিল্প প্রতিষ্ঠানের ওয়ার্কশপ থেকে মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি বোঝাই করে ওয়েস্টেজ মালামাল বের করা হচ্ছিল। এ সময় জাকির হোসেনের নেতৃত্বে তার দুই ভাই সোহরাব ও রাজিব এতে বাধা দেন। একপর্যায়ে তারা গাড়িচালককে মারধর করেন। এ সময় ওয়ার্কশপের দুইজন নিরাপত্তাকর্মী ও একজন জুনিয়র কর্মকর্তা চালককে রক্ষা করতে গেলে তাদেরও মারধর করা হয়।
বিষয়টি জানাজানি হলে রাতেই কালীগঞ্জ পৌর বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার দলীয় প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি তার কোনো অপকর্মের দায়ভার নেবে না এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাতীয়তাবাদী দল কালীগঞ্জ পৌর শাখার সভাপতি মোহাম্মদ হোসেন আরমান ও সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান জানান, তারা ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?






