জামায়াতের ইফতার মাহফিলে কাদের সিদ্দিকী: অবস্থান বদলালেন বঙ্গবীর?

‘জামায়াতের সঙ্গে বেহেশতেও যাব না’—এমন কঠোর ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার টাঙ্গাইলে জামায়াতের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন।
শনিবার (৮ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজিত বিশিষ্টজনদের সম্মাননা ইফতারে যোগ দেন তিনি, যদিও কোনো বক্তব্য দেননি।
এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে টাঙ্গাইলের এক জনসভায় তিনি বলেছিলেন, ‘জামায়াতের সঙ্গে আমি বেহেশতেও যেতে চাই না।’ ২০২১ সালেও একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি।
কাদের সিদ্দিকীর এই অংশগ্রহণ নিয়ে তার দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি রাজনৈতিক কৌশল, নাকি অবস্থান বদল?
What's Your Reaction?






