উদ্যোমী নারীদের সম্মাননা জানালো ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’

আন্তর্জাতিক নারী দিবসে ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’ সম্মাননা দিল ১০ উদ্যমী নারীকে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ১০ উদ্যোমী নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার, ৮ মার্চ, রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সেমিনারে শতাধিক নারীর উপস্থিতিতে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও রন্ধনবিদ মেহেরুন নেসা।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি বাবুল হৃদয়, সুমন চৌধুরী, প্লানিং ডিরেক্টর, এবং নারী উদ্যোক্তা ও রন্ধনবিদ তানিয়া শারমিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
তানিয়া শারমিন বলেন, “নারী দিবসের এই আয়োজনে আমরা উদ্যোমী নারীদের উৎসাহিত করতে চাই, যাতে তারা আরও উদ্যমী হয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু মন্ত্রনালয়ের নারী নির্যাতন সেলের অফিসার হালিমা বেগম, এবং ‘উইমেন বাংলাদেশ’ ম্যাগাজিনের সম্পাদক রেহানা পারভীন। বক্তারা মাগুরার ৮ বছরের শিশুকে ধর্ষণের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান।
অনুষ্ঠানের সেমিনার, ইফতার ও ডিনারের মাধ্যমে নারীরা সন্ধ্যায় অনুষ্ঠান শেষ করেন।
‘উইমেন’স ফাউন্ডেশন বাংলাদেশ’ ২০২১ সালে যাত্রা শুরু করে এবং বর্তমানে এর প্রেসিডেন্ট আফরোজা হেলেন।
What's Your Reaction?






