গাজিপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির মিলন মেলা

Feb 23, 2025 - 19:56
Feb 26, 2025 - 19:11
 45
গাজিপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির মিলন মেলা
গাজিপুরে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির মিলন মেলা

মাকসুদ আহমাদ রবিনঃ- বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে গাজীপুর জেলা শাখার উদ্যোগে রবিবার ভাবানীপুর- গাজীপুরে কেমিস্ট মিলন মেলা অনুষ্ঠিত হয়।

মিলন মেলা বা বনভোজনের মূল উদ্দেশ্য হলো প্রকৃতির সান্নিধ্যে যাওয়া ও ভালো খাবার খাওয়া এবং একই সঙ্গে মনকে প্রফুল্ল রাখা তারই আলোকে এই আয়োজনের মাধ্যমে কেমিস্ট ও ড্রাগিস্টদের একত্রিত করা, এম আর পি বাস্তবায়ন এবং পেশাগত মান উন্নয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনার করা। মিলন মেলায় যেখানে বিশেষজ্ঞ কেমিস্টদের জন্য পেশাগত উন্নতি সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও, এই মেলার মাধ্যমে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে তথ্য আদান-প্রদান করেন। গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে এই মিলন মেলার আয়োজনটি পেশাগত সম্পর্কের উন্নয়ন এবং সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মৃধা বেলু , সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ মোবারক হোসেন, বিশেষ অতিথি আতাউর রহমান, আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানার সভাপতি মোঃ জাহাঙ্গীর বাবুল,। উত্তরা থানার সভাপতি মোঃ মাসুদুর রহমান, এছাড়া লিটু চৌধুরী, রাফিজুল ইসলাম, জীবন আলী, মেজবা উদ্দিন মুন্না, সাইফুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী ও রেফেল ড্রর বিজয়ী দের মধ্যে পুরষ্কার বিতরনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow