আর্জেন্টিনার দল ঘোষণা, উরুগুয়ে-ব্রাজিল ম্যাচের জন্য ৩৩ সদস্যের স্কোয়াড

Mar 5, 2025 - 14:23
 36
আর্জেন্টিনার দল ঘোষণা, উরুগুয়ে-ব্রাজিল ম্যাচের জন্য ৩৩ সদস্যের স্কোয়াড

বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ৩৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে এবং ২৬ মার্চ ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনা মাঠে নামবে।

স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা ও মিডফিল্ডার আনহেল কোরেয়া। বিশেষ করে, সদ্য ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া ক্লাউদিও এচেভেরি ডাক পেয়েছেন জাতীয় দলে। তবে, চোটের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস এই স্কোয়াডে নেই। এছাড়া, পোর্তোয় খেলা নেহুয়েন পেরেস বাদ পড়েছেন, তবে ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়থ জায়গা পেয়েছেন।

বর্তমানে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষে রয়েছে। তাদের পরেই ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে, এবং ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে পাঁচ নম্বরে।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, ওয়াল্তার বেনিতেস, জেরোনিমো রুলি
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেস্সেইয়া, লিওনার্দো বেলার্দি, হুয়ান ফয়থ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা
মিডফিল্ডার: এন্সো ফের্নান্দেস, লেয়ান্দ্রো পারেদেস, এসেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তার, জিওভানি লো সেলসো, মাক্সিমো পেরোনে, বেনহামিন দমিনগেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাস
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনসালেস, পাউলো দিবালা, ক্লাউদিয়ো এচেভেরি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া, জুলিয়ানো সিমেওনে

আর্জেন্টিনা এখন বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষে থাকলেও, উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে এই দুই ম্যাচে তারা কোনো ঝুঁকি নিতে চায় না। আগামী মাসের এই ম্যাচগুলো আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে তাদের লক্ষ্য জয়লাভের মাধ্যমে কাতার বিশ্বকাপে আরও একধাপ এগিয়ে যাওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

জনতার দেশ ডেস্ক জনতার দেশ পত্রিকার সংবাদ বিভাগ, যা দ্রুত ও নির্ভরযোগ্য আপডেট প্রদান করে। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের তথ্য পাঠকদের কাছে পৌঁছে দেওয়া এ বিভাগের মূল লক্ষ্য।