তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন

বৈষম্যহীন ও শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (ন্যাশনাল সিটিজেন পার্টি - এনসিপি) স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
শনিবার (১ মার্চ) সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, "নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে আমি তাদের অভিনন্দন ও স্বাগত জানাই।"
তিনি জানান, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করা এই দলটি তরুণ নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনৈতিক ধারা তৈরি করবে বলে তিনি আশাবাদী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের বিষয়টি। ইলিয়াস কাঞ্চন বলেন, "আমি বিশ্বাস করি, তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মতো কাজ করলে হবে না, নতুন চিন্তা ও জাগরণের মাধ্যমে দলকে পরিচালিত করতে হবে।"
তিনি আরও বলেন, "মানুষের সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। সমালোচনার মধ্য থেকে দল ও দেশের কল্যাণকর বিষয়গুলো গ্রহণ করতে হবে। আমি আশা করি, এনসিপি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং জনগণের স্বার্থে কাজ করবে।"
শেষে তিনি নতুন রাজনৈতিক দলের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, "ক্ষমতায় যাওয়া নয়, জনগণের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য হওয়া উচিত। আমি আশা করি, জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাবে।"
What's Your Reaction?






