উত্তরায় হোটেল গ্রান্ড ইন থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৮ জন গ্রেফতার
Anti social activists

বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়া যুবতী মেয়েদের দিয়ে দেহ ব্যবসার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনকারী একটি চক্রের ১৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শুক্রবার (২৮ শে ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তরা ৭নং সেক্টর সোনারগাঁও জনপথ রোডে আবাসিক হোটেল গ্র্যান্ড ইনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এসব নিশ্চিত করেন।
তিনি বলেন, "শুক্রবার রাত সাড়ে ২টার দিকে আমরা জানতে পারি সোনারগাঁও জনপথ এলাকার হোটেল গ্র্যান্ড ইন নামে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চক্রের ১৮ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থেকে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। তারা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বিভিন্ন বয়সী যুবতী মেয়েদের আবাসিক হোটেলে, গেস্ট হাউজে দেহব্যবসা, পতিতাবৃত্তি ও মাদক ব্যবসা করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে থানায় মানবপাচার মামলা করে সকালে জেল হাজতে প্রেরণ করা হবে।
What's Your Reaction?






