মেজর সেজে প্রতারণা, সেনাবাহিনীর হাতে স্বামী-স্ত্রী আটক

Mar 10, 2025 - 22:21
 12
মেজর সেজে প্রতারণা, সেনাবাহিনীর হাতে স্বামী-স্ত্রী আটক

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে বাসিদুর রহমান (৩৮) ও তার স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় সেনাবাহিনীর পোশাক, একটি এক্স নোহা গাড়ি, দেশীয় অস্ত্র, পাসপোর্টসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। আটক ভুয়া মেজর বাসিদুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামের সাইমুল হকের ছেলে। তার স্ত্রী বেলিনা বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের ক্বারী মখলিসুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসিদুর রহমান সেনাবাহিনীতে কর্মরত থাকলেও চার বছর আগে চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি শ্বশুরবাড়ি হরিপুর গ্রামে অবস্থান করছিলেন এবং সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণা করে বিভিন্ন সুবিধা ভোগ করছিলেন। তার কার্যকলাপে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানান। পরে যৌথ অভিযানে সেনাবাহিনী তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

জগন্নাথপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঢাকা পোস্টকে জানান, সেনাবাহিনী আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow