৫ ই আগষ্ট ছাত্র  হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম মর্তুজা গ্রেপ্তার

৫ ই আগষ্ট ছাত্র  হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম মর্তুজা গ্রেপ্তার

Mar 5, 2025 - 15:06
 8
৫ ই আগষ্ট ছাত্র  হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম মর্তুজা গ্রেপ্তার

ছাত্র হত্যা মামলার আসামি পল্লবী থানা (মঙ্গলবার) তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গোলাম মর্তুজা উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলার ৮ নম্বর আসামি। 

উত্তরা পশ্চিম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক  তদন্ত মোতাবেক  এজাহারনামীয় আসামি তিনি। তাকে পল্লবীর আলাদ্দিটেক সরকার আবাসিক এলাকা হতে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর একটি দল।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার মামলার সঙ্গে সব তথ্য মিলে যায় ও নাম-ঠিকানা প্রকাশ করে। আজ (মঙ্গলবার) র‌্যাব-১ এর পক্ষ থেকে এসআই শেখ মো. মেহেদী হাসান গ্রেপ্তারকৃত আসামি মর্তুজাকে থানায় হস্তান্তর করেন।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তারকৃত গোলাম মর্তুজা পল্লবীতে জমি দখল এবং চাঁদাবাজির জন্য আলাদা কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। গোলাম মর্তুজার বাবা হাজী কাবিল হোসেন সরকার পল্লবীর মুসলিম বাজারের সভাপতি ছিলেন। মুসলিম বাজারের সভাপতি থাকাকালীন তার বিরুদ্ধে দুদকসহ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে।

প্রসঙ্গত, পল্লবী থানা এবং ক্যান্টনমেন্ট থানার আওতাধীন জুলাই-আগস্ট মাসে সংঘটিত নিরপরাধ ছাত্র-জনতার ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে যত হামলা ও নৈরাজ্য সৃষ্টির নেপথ্যে গোলাম মর্তুজা অন্যতম ইন্ধন ও অর্থদাতা বলে অভিযোগ রয়েছে।

গত ৫ আগস্ট হত্যাযজ্ঞকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন থানায় মর্তুজার নামে ৪টি মামলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow