উত্তরায় দুই ছিনতাইকারীকে পিটিয়ে ফুটওভার ব্রিজে ঝোলাল জনতা

রাজধানীর উত্তরায় দুই ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পদচারী-সেতুতে ঝুলিয়ে দিয়েছে জনতা। অন্যদিকে আরেক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। গতকাল রাত ১০টার দিকে উত্তরার বিএনএস সেন্টার-সংলগ্ন পদচারী সেতুতে ও আবদুল্লাহপুর এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।আটক হওয়া ছিনতাইকারীরা হলেন রাজধানীর উত্তর বাড্ডার মোয়াজ্জেমের ছেলে নাজিম (৩৫), মিরপুর ১৪ ভাষানটেক এলাকার বকুল (৪০) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে চান পাশা (৩৮)।সরেজমিনে দেখা যায়, বিএনএস সেন্টার এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটুনি দিয়ে পদচারী সেতুতে উল্টো করে ঝুলিয়ে রেখেছে জনতা। পরে তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। তাঁরা হলেন নাজিম ও বকুল। ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, আরেক ছিনতাইকারীকে পুলিশ সদস্যরা হাতকড়া লাগিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর নাম চাঁন পাশা।এ বিষয়ে উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিএনএস সেন্টার ও আবদুল্লাহপুর এলাকায় দুই ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। পরে তাঁদের উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এসি সাদ্দাম হোসেন।
What's Your Reaction?






