উত্তরায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এশিয়ান টিভি সাংবাদিক হেনস্তার ঘটনায় গ্রেফতার ২

Mar 9, 2025 - 11:28
 93
উত্তরায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এশিয়ান টিভি সাংবাদিক হেনস্তার ঘটনায় গ্রেফতার ২

উত্তরা জামির আলী মার্কেট অবৈধ দখল ও সাংবাদিক হেনস্তা ঘটনায় এবং বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামী রাবেয়া সনি ও আল-আমিনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

জানা গেছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানা, আশুলিয়া থানা ও ভাটার থানায় একাধিক ছাত্র হত্যা মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।  

৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর উত্তরা জামির আলী মার্কেটে গন্ডগোল হচ্ছে এবং সেখানে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক ফরিদ আহমেদ নয়ন তথ্য সংগ্রহ করতে যান। রাবেয়া সনি সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এছাড়া আল-আমীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় রাবেয়া সনি (৩৪) ও মো. আল আমিন (৩৮) সহ আরও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তিদের নাম উল্লেখ করে সেসময় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু সে মামলা ও উত্তরা পশ্চিম থানায় নিতে অপরাগতা প্রকাশ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow