প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টায় মহাখালী ওয়ারলেস গেইট ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)-কে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার সময় গ্রেপ্তারকৃতরা ঘটনাস্থলে উপস্থিত ছিল। তদন্তে আরও উঠে এসেছে—তারা মামলার ২নং আসামিকে মোবাইল ফোনে যোগাযোগ ও মেসেজের মাধ্যমে ঘটনাস্থলে ডেকে আনে।
নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুলের সঙ্গে প্রাইম এশিয়ার তিন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে মীমাংসার চেষ্টা করে। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পরপরই জাহিদুলের ওপর হামলা চালায় একদল যুবক।
ছুরিকাঘাতে গুরুতর আহত জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৪ বছর বয়সী জাহিদুল ইসলাম ছিলেন ময়মনসিংহের ভালুকার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এই হত্যাকাণ্ড ঘিরে শিক্ষাঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং জড়িতদের দ্রুত বিচার দাবি জানিয়েছে সহপাঠী ও অভিভাবকরা।
What's Your Reaction?






