বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে

মাকসুদ আহমাদ রবিন : গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর উদ্যোগে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। নেতৃবৃন্দ বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে থাকে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
What's Your Reaction?






