দুই তরুণী ধূমপান করায় হট্টগোল, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দুই তরুণী ধূমপান করায় হট্টগোল, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহাম্মদপুরে দুই তরুণীর ধূমপান করাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘প্রকাশ্যে ধূমপান করা কিন্তু অপরাধ।’ এ সময় তিনি রোজার মাসে প্রকাশ্যে ধূমপান ও খাবার খাওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন। রবিবার (২ মার্চ) রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। শনিবার মোহাম্মদপুরের আসাদগেটের কাছে আড়ং গলির পেছনে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক একজনের ‘আপত্তি’ থেকে ‘বাগবিতণ্ডা’ ও মানুষ জড়ো হওয়া নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে যায়।
What's Your Reaction?






