আজহার উদ্দিন সরকার নবীন ও সরকার পরিবারের মরহুম আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

মাকসুদ আহমাদ রবিন : পবিত্র রমজান উপলক্ষে মরহুম আজহার উদ্দিন সরকার নবীন এবং সরকার পরিবারের অন্যান্য মরহুম ও মরহুমা ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনায় এক মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, এরপর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকলেই মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
বিশিষ্ট আলেম ওলামারা এ মাহফিলে ধর্মীয় আলোচনার মাধ্যমে রমজানের গুরুত্ব ও মরহুমদের জন্য দোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তাঁদের বক্তব্যে আত্মশুদ্ধি ও নেক আমলের গুরুত্ব তুলে ধরা হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। মাহফিলে অংশগ্রহণকারী সবাই মরহুমদের জন্য দোয়া করেন এবং এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব প্রদান করেন। এমন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আয়োজক কমিটি আশাবাদ ব্যক্ত করেন।
What's Your Reaction?






