গাজীপুরে সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খাদ্য সামগ্রী উপহার বিতরণ

Mar 14, 2025 - 15:40
Mar 14, 2025 - 20:15
 26
গাজীপুরে সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের খাদ্য সামগ্রী উপহার বিতরণ

মাকসুদ আহমাদ রবিন : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহর সহায়তায় গাজীপুরে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ উপহার সামগ্রী সাংবাদিকদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই মহৎ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত সাংবাদিকরা উপকৃত হচ্ছেন বলে মত দেন সংশ্লিষ্টরা। বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে মুহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে আসছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আমাদের সহকর্মীরা আনন্দের সঙ্গে উৎসব উদযাপন করতে পারেন।”

উপহার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, সেমাই, চিনি,, ডাল, তেল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। উপহার গ্রহণ করে সাংবাদিকরা সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়মিতভাবে সাংবাদিকদের কল্যাণে নানান কর্মসূচি পরিচালনা করে আসছে, যার মধ্যে আর্থিক অনুদান, চিকিৎসা সহায়তা ও জরুরি ত্রাণ বিতরণ অন্যতম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow