টঙ্গী ঔষধ ব্যবসায়ী সমিতির ৫৪ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
Tongi-Pharmaceutical-Traders-Association's-54th-Ward-Conference-held

মাকসুদ আহমাদ রবিন:- গাজীপুরের টঙ্গীতে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টঙ্গী ঔষধ ব্যবসায়ী সমিতির ৫৪ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ লতিফ, সহসভাপতি বিসিডিএস গাজীপুর জেলা। সভাপতিত্ব করেন- ওয়ার্ড সভাপতি আরাফাত রহমান লিটু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, সভাপতি টঙ্গী পশ্চিম থানা, সঞ্চলনায়- মোঃ রাফিজুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন -মোঃ খোরশেদ আলম, মোঃ বাবুল, মোঃ এনামুল, গাজী আনোয়ার, মোঃ সোহাগ, মোঃ কানন, মোঃ সুমন, মোঃ খলিল, মোঃ ইলিয়াস প্রমুখ।
সম্মেলনে সংগঠনের মাসিক চাঁদা সংগ্রহ, ঔষধের এমআরপি বাস্তবায়ন, পিকনিক আয়োজন, খেলাধুলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সংগঠনের ঐক্য, ন্যায়নিষ্ঠ ব্যবসা পরিচালনা ও সদস্যদের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।