আলহাজ্ব মতিউর রহমান বেপারীর ইন্তেকাল,জানাজায় হাজারো মানুষের ঢল

Alhaj-Matiur-Rahman-Bepari-passes-away,-crowds-gather-at-funeral

আলহাজ্ব মতিউর রহমান বেপারীর ইন্তেকাল,জানাজায় হাজারো মানুষের ঢল

মাকসুদ আহমাদ রবিন:- টঙ্গীতে নেদায়ে ইসলাম বেপারী বাড়ী মসজিদের সভাপতি ও হাজী গফুর বেপারীর বড় সন্তান আলহাজ্ব মতিউর রহমান বেপারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। শুক্রবার, ১৪ নভেম্বর ভোর সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, মরহুম আলহাজ্ব মতিউর রহমান বেপারী একজন সৎ, নীতিবান ও সমাজসেবী ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তিনি ১ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাদ আসর নেদায়ে ইসলাম বেপারী বাড়ি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পাশে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি জীবদ্দশায় কতটা জনপ্রিয় ও সমাদৃত ছিলেন। জানাজায় অংশগ্রহণকারীরা তাঁর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় গাজীপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আলহাজ্ব মতিউর রহমান বেপারীর মৃত্যুতে সমাজ একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

মরহুমের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও দোয়া, মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।