সীমান্তে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয় নাগরিকরা

Feb 24, 2025 - 22:52
 10
সীমান্তে বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয় নাগরিকরা

সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। এ ঘটনায় বাংলাদেশের পক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে কড়া প্রতিবাদ করেছে বিজিবি।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে জমি নিয়ে বিরোধের জেরে ভারতীয় নাগরিকদের হাতে এক বাংলাদেশি যুবক খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী এওলাছড়া বস্তি এলাকার শূন্যরেখার কাছে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত আহাদ আলী (৩৪) এওলাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে। এ ঘটনায় তাঁর স্ত্রী জমিরুননেছা বাদী হয়ে গতকাল দিবাগত রাত ১২টার দিকে কুলাউড়া থানায় একটি মামলা করেন।

এ বিষয়ে আজ সোমবার সকাল ১০টার দিকে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ মুঠোফোনে বলেন, হত্যার ঘটনায় ভারতীয় নাগরিক হায়দার আলীসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

নিহত আহাদ আলীর লাশ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। সেখানে লাশের ময়নাতদন্ত করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এওলাছড়া বস্তির বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানী থানা পড়েছে। আহাদের শ্বশুরবাড়ি সীমান্তের ওপারে। সেখানে ভারতের কাঁটাতারের বাইরে আহাদের শ্বশুরবাড়ির কিছু জমি রয়েছে।

হায়দার আলী নামের ভারতের এক নাগরিক ওই জমি বর্গা নিয়েছেন। কিন্তু হায়দার বর্গা নেওয়ার টাকা নিয়মিত পরিশোধ করেন না। এ নিয়ে আহাদের সঙ্গে হায়দার আলীর বিরোধ চলছিল। এর জেরে হায়দার গতকাল দুপুরের দিকে আহাদকে সীমান্তে ডেকে নেন। কথা-কাটাকাটির একপর্যায়ে হায়দার ও তাঁর কয়েকজন সহযোগী ধারালো অস্ত্র দিয়ে আহাদকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যান। গুরুতর আহত অবস্থায় আহাদকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সিলভেস্টার পাঠাং আজ সকালে মুঠোফোনে বলেন, শ্বশুরবাড়ির জমি নিয়ে বিরোধের জেরেই আহাদকে কোপানো হয় বলে এলাকাবাসী তাঁকে জানিয়েছেন।

ওই ঘটনার পর গতকাল বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। এওলাছড়া বস্তি সীমান্ত বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। এ ব্যাপারে জানতে বিজিবির স্থানীয় মুরইছড়া ক্যাম্পের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন ধরেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

জনতার দেশ ডেস্ক জনতার দেশ পত্রিকার সংবাদ বিভাগ, যা দ্রুত ও নির্ভরযোগ্য আপডেট প্রদান করে। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের তথ্য পাঠকদের কাছে পৌঁছে দেওয়া এ বিভাগের মূল লক্ষ্য।