ময়মনসিংহ নগরীর প্রধানতম প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেন মেয়র টিটু

  স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ নগরীর প্রধানতম বিসর্জন ঘাট, বিজয়া দশমীর পূজা শেষে দেবী দুর্গার বিসর্জনের জন্য প্রস্তুত করা হয়েছে ময়মনসিংহ নগরীর প্রধানতম বিসর্জন ঘাট। সার্বিক প্রস্তুতির খোঁজ নিতে সোমবার বিকেলে কাচারিঘাটে অবস্থিত এ বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, বিসর্জন ঘাট প্রস্তুতির লক্ষ্যে আমরা কয়েকদিন ধরেই […]

Feb 24, 2025 - 18:07
 9
ময়মনসিংহ নগরীর প্রধানতম প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেন মেয়র টিটু

 

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ নগরীর প্রধানতম বিসর্জন ঘাট, বিজয়া দশমীর পূজা শেষে দেবী দুর্গার বিসর্জনের জন্য প্রস্তুত করা হয়েছে ময়মনসিংহ নগরীর প্রধানতম বিসর্জন ঘাট। সার্বিক প্রস্তুতির খোঁজ নিতে সোমবার বিকেলে কাচারিঘাটে অবস্থিত এ বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, বিসর্জন ঘাট প্রস্তুতির লক্ষ্যে আমরা কয়েকদিন ধরেই কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে ঘাটের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি বিজয়া দশমীর পূজা শেষে সুষ্ঠু ও সুন্দরভাবে বিসর্জন সম্পন্ন হবে। নির্ধারিত সময়ে বিসর্জনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিসর্জন সম্পন্ন করার জন্য সরকার একটি সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে। এছাড়াও মেয়র তার বক্তব্যে বিসর্জন ঘাট প্রস্তুতি এবং এ সংশ্লিষ্ট কার্যক্রমে সহযোগিতার জন্য প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন সংক্রান্ত কমিটির নেতৃবৃদসহ সকলকে ধন্যবাদ জানান। এ সময় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক হাসান, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, সচিব মো. আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য উপস্থিত ছিলেন। এদিকে, সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জনের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, আশা করি প্রতিমা বিসর্জনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন কেউ হবেন না। সবাই সুষ্ঠভাবে প্রতিমা বিসর্জন করতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

জনতার দেশ ডেস্ক জনতার দেশ পত্রিকার সংবাদ বিভাগ, যা দ্রুত ও নির্ভরযোগ্য আপডেট প্রদান করে। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের তথ্য পাঠকদের কাছে পৌঁছে দেওয়া এ বিভাগের মূল লক্ষ্য।