মধ্যবিত্ত : সুস্মিতা সরকার সুমি

মধ্যবিত্ত সুস্মিতা সরকার সুমি মধ্যবিত্ত হওয়া কোন অপরাধ নয় সেতো মহাপাপ…! ঘরের চাল নেই ডাল নেই নুন নেই তেল নেই কিন্তু কাকেই বা বলবো আমি যে মধ্যবিত্ত..! না পারি চক্ষুলজ্জায় কারো কাছে যেতে না পারি কারো কাছে হাত পাততে ..! ঘরে কোন খাবার নেই…! খাওয়া হয়নি আজ চারদিন..! তবুও কাউকে বলতে পারব না আমি যে […]

মধ্যবিত্ত : সুস্মিতা সরকার সুমি
মধ্যবিত্ত
সুস্মিতা সরকার সুমি
মধ্যবিত্ত হওয়া কোন অপরাধ নয়
সেতো মহাপাপ…!
ঘরের চাল নেই ডাল নেই নুন নেই তেল নেই
কিন্তু কাকেই বা বলবো
আমি যে মধ্যবিত্ত..!
না পারি চক্ষুলজ্জায় কারো কাছে যেতে
না পারি কারো কাছে হাত পাততে ..!
ঘরে কোন খাবার নেই…!
খাওয়া হয়নি আজ চারদিন..!
তবুও কাউকে বলতে পারব না
আমি যে মধ্যবিত্ত….!
জীবনের প্রতিটা পদে পদে
মধ্যবিত্তের স্ট্যাম্পটা যেনো লেগেই আছে
তবুও কি জীবন থেমে আছে
অক্লান্ত পরিশ্রম করেও মাস শেষে
কিছু টাকা মাইনে…!
যা মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায়
তারপর আর কি কোনদিন আধপেটা খাওয়া
কোনদিন না খেয়ে শুয়ে পড়া…!
তবুও কাউকে কিছু বলতে পারব না
আমি যে মধ্যবিত্ত…!
এই সমাজে আমার মত শত শত মধ্যবিত্ত
মৃত্যুর আগে রোজ মরছে একটু একটু করে
শত চাপা কষ্ট যন্ত্রণা নিয়ে
তবুও কাউকে বলতে পারব না
আমরা যে মধ্যবিত্ত ।।